Virat Kohli: তাঁর শততম টেস্টের আগে জেনে নিন বিরাট কোহলির ৫'টি স্মরণীয় টেস্ট শতরানের কাহিনী

Updated : Mar 02, 2022 21:25
|
Editorji News Desk

৭১-তম আন্তর্জাতিক শতরান (International Century) পেতে একটু দেরি হচ্ছে হয়তো বিরাটের (Virat Kohli), তবে তিনি এখনও সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচে শতরানের মালিকদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। এখানে রইল, টেস্ট ক্রিকেটে বিরাটের করা স্মরণীয় ৫'টি শতরানের ইনিংস তথ্যপঞ্জি।

১৬৯ (বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ২০১৪)

সিরিজে ভারত পিছিয়ে ছিল ২-০ তে। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ ৫৩০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। চার নম্বরে ব্যাট করতে নেমে ২৭২ বলে ১৬৯ রান করেন বিরাট। তাঁর সেই অসামান্য ইনিংসটি ওই টেস্টে ভারতকে লজ্জার হার থেকে বাঁচিয়ে দেয়।

১৫৩ (বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন, ২০১৮)

প্রোটিয়াদের ৩৩৫ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২১৭ বলে ১৫৩ রান করেছিলেন বিরাট কোহলি। যদিও 'একা কুম্ভ' হয়ে রক্ষা করতে পারেননি তিনি দলকে। টেস্টটিতে হেরে গিয়েছিল ভারত। 

১০৩ (বনাম ইংল্যান্ড, নটিংহ্যাম, ২০১৮)

২০১৪'র ইংল্যান্ড সফরটি কোহলির কাছে প্রায় দুঃস্বপ্নের মত ছিল। ৪ বছর বাদে তিনি ফিরে এসেছিলেন একেবারে অন্য মূর্তিতে। নটিংহ্যামের প্রথম ইনিংসের দারুণ একটা ৯৭ করার পর দ্বিতীয় ইনিংসের করেছিলেন ১০৩। ওই সিরিজে ৫ টেস্টে কোহলি করেন মোট ৫৯৩ রান। সিরিজের সর্বোচ্চ রান-প্রাপক।

২৫৪ অপরাজিত (বনাম দক্ষিণ আফ্রিকা, পুনে, ২০১৯)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৯ সালের পুনে টেস্টে বিরাট কোহলির অনবদ্য অপরাজিত ২৫৪ রানই কোনও ভারতীয় অধিনায়কের করা সর্বোচ্চ রান। মজার ব্যাপার, ওই তালিকায় শীর্ষস্থানে থাকা প্রথম তিনটি রানই তাঁর করা। তাঁর সপ্তম দ্বি-শতরান ভারতকে টেস্টটি জিততে সাহায্য করেছিল এক ইনিংস ও ১৩৭ রানে। 


আরও পড়ুন:  নজরে বিরাটের ১০০তম টেস্ট ম্যাচ, শেষ মুহূর্তে মোহালিতে ৫০% দর্শক প্রবেশে ছাড়

পরপর ২'টো দ্বি-শতরান (বনাম শ্রীলঙ্কা, ২০১৭)

২০১৬ সাল পর্যন্ত বিরাট কোহলির কোনও দ্বি-শতরান ছিল না। আর, তার পরের ৩ বছরের মধ্যেই সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় সাতে! এর মধ্যে দুটি দ্বি-শতরান এসেছিল ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুটি টেস্টে। যা অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে নাগপুর এবং দিল্লিতে। প্রথমটিতে কোহলি করেছিলেন ২১৩ রান। দ্বিতীয়টিতে করেন ২৪৩ রান। টেস্ট ক্রিকেটে আর কোনও অধিনায়ক বিরাটের সমসংখ্যক দ্বি-শতরান করেননি। 

Virat KohlicenturyDouble Century

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া