বাংলা ক্রিকেট (Bengal cricket) দলের অনুশীলন (Practice) শুরু হল। মোট ছ’টি পিচে, ছ’ঘণ্টা ধরে অনুশীলন করলেন বাংলার ক্রিকেটাররা। আপাতত এ ভাবেই অনুশীলন চলবে বলেও জানিয়ে দিলেন বাংলার নতুন কোচ লক্ষ্মীরতন শুক্ল।
মোট ৪১ জন খেলোয়াড়কে বেছে নিয়েছে বাংলা দল (Bengal cricket)। তাঁদের নিয়েই ইডেনের কে ব্লকের নিচে চলল অনুশীলন। ছিলেন অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল প্রমুখ। তাঁদের প্লাস্টিক বল এবং ভেজা ক্যাম্বিস বলে অনুশীলন (Practice) করানো হয়। ভেজা ক্যাম্বিস বলে ব্যাট করলে গতির সঙ্গে মানিয়ে নেওয়া যায়। প্লাস্টিক বল সুইং করে। এই ধরনের বলের বিরুদ্ধে ব্যাটাররা কখনও স্ট্রেট ড্রাইভ মারা অভ্যেস করলেন, কখনও সুইপ, কখনও কভার ড্রাইভ। ছ’টি পিচের একেকটিতে একেক রকম ব্যাটিং অনুশীলন হল।
আরও পড়ুন: সনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি, ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল ইডি
নতুন মরসুমে নতুন করে শুরু করতে চান বাংলার প্রাক্তন ক্রিকেটার ৷ বাংলার ড্রেসিংরুমের থিঙ্ক-ট্যাঙ্কে ফের প্রবেশ করেছেন লক্ষ্মী (Laxmi Ratan Shukla)৷ তাঁর সঙ্গে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে বাংলা দলের দায়িত্ব সামলাবেন ডব্লু ভি রামন (W.V Raman)৷ একসময় বাংলার কোচ এবং অধিনায়কের পুরনো কেমিস্ট্রি এ বার মাঠের বাইরে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে ৷ যাঁরা বাইরে থেকে বাংলা দলের রূপরেখা তৈরি করবেন ৷ আর নতুন এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)৷
গত কয়েক মরসুম ধরে বাংলা বার বার ব্যাটিং নিয়ে বিপদে পড়েছে। ঝাড়খণ্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে রেকর্ড গড়লেও অন্য বেশ কয়েকটি ম্যাচে বাংলার ব্যাটিং বিপর্যয় দেখা গিয়েছে। সেগুলিই মরসুম শুরুর আগে শুধরে নিতে চাইছেন লক্ষ্মী।