রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত মরশুমে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল বাংলা। এবার ঝাড়খণ্ডকে হেলায় হারিয়ে সেই সেমিফাইনালেই জায়গা পাকা করে ফেললেন মনোজ-মুকেশরা। ধোনীর রাজ্যকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে নিজেদের জয়ের খিদে আরও বাড়িয়ে নিলেন বাংলার ক্রিকেটাররা।
সেমিফাইনালের প্রথম দিন থেকেই দাপটে শুরু করেন মনোজরা। ইডেনের চেনা মাঠে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক। পেস সহায়ক উইকেটে শুরু থেকেই ঝাড়খণ্ডকে চাপে রাখেন আকাশদীপ সিংরা। পাশাপাশি, চোটের জেরে দলে সৌরভ তিওয়ারি না থাকায় আরও চাপে পড়ে যায় ঝাড়খণ্ড। ম্যাচের দিন সকালে চোট পান ঝাড়খণ্ডের এই তারকা ব্যাটার। শেষপর্যন্ত তাঁকে বাদ দিয়েই মাঠে নামেন অধিনায়ক বিরাট সিংহ।
ঝাড়খণ্ডকে প্রথম ইনিংসে ১৭৩ রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে বাংলা তোলে ৩২৮ রান। বল হাতে প্রথম ইনিংসে আকাশদীপের সংগ্রহ ৪ উইকেট। ৩ উইকেট নেন মুকেশ কুমার। তাঁরাই একপ্রকার শেষ করে দেন ঝাড়খণ্ডকে।