রঞ্জি সেমিফাইনালের (Ranji Trophy Semifinal) প্রথমদিন থেকেই ক্রিজে লড়ে যাচ্ছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Monaj Tiwari) । দ্বিতীয় দিনেও তাঁর হাত ধরে বড় রানের আশা করেছিল বাংলা । অভিষেকের সঙ্গে জুটিতে ৪০০ রানও পাড় করে ফেলেছিলেন মনোজ। কিন্তু, বাংলার অধিনায়ক আউট হতেই ব্যাটিংয়ে ধস নামে । রঞ্জি সেমিফাইনালের দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাত্র ৪৩৮ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস ।
প্রথম দিনের শেষে ক্রিজে ছিলেন মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ । তবে, বৃহস্পতিবার শুরুটা ধীরেই করেছিলেন দুই ব্যাটার । কিন্তু, কিছুক্ষণের মধ্যেই গৌরব অরোরার বলে ১৪ রানে ড্রেসিংরুমে ফেরেন শাহবাজ । তিনি আউট হতেই মনোজের(Manoj Tiwari) সঙ্গে জুটি বাঁধেন অভিষেক পোড়েল(Abhishek Porel)। ক্রিজে জমে গিয়েছিল এই জুটি । কিন্তু, ৪০০ রান পেরোতেই কুমার কার্তিকেয়র বলে আউট হন মনোজ । এরপরই ব্যাটিংয়ে ধস নামে । চা-বিরতির আগেই অলআউট হয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলা ।
আরও পড়ুন, Ranji Trophy Semifinal: মনোজের কাঁধে গুরুদায়িত্ব, রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে বড় রানের দিকে বাংলা
বুধবার প্রথমদিনেই মধ্যপ্রদেশের বিরুদ্ধে চায়ের কিছু পরেই শতরান করেন অনুষ্টুপ মজুমদার। এই মরশুমে এটা তাঁর তৃতীয় শতরান। মূলত অনুষ্টুপ(Anushtup Majumder) ও সুদীপের ব্যাটের উপর ভর করেই কার্যত ম্যাচে ফেরে বাংলা।