বৃহস্পতিবার পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। ৩৬ মিনিটের মাথায় আর্জেন্টিনা এই পেনাল্টি পায়। মেসির মুখের সামনে দিয়ে শূন্য় ঝাঁপিয়ে বল সরান পোল্যান্ডের গোলরক্ষক ওজসিয়েক শেজনি। সেইসময় মাঠেই মেসির সঙ্গে বাজি ধরেন পোলিশ গোলরক্ষক। ১০০ ইউরো ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার টাকার বাজি ধরে শেজনি। ‘বেট’ ধরেন রেফারি কিছুতেই পেনাল্টি দেবে না।
কিন্তু ম্যাচের ৩৬ মিনিটে ডাচ রেফারি ভারের সাহায্যে, আর্জেন্টিনাকে পেনাল্টি দেন। আর এখানেই বাজি হেরে যান পোলিশ গোলকিপার। যদিও মেসির শট ফেস করে সেই সময়ের জন্য হিরো ছিলেন শেজনি। আশ্বাস এই, বাজি হারলেও মেসির পেনাল্টি বাঁচিয়ে দেন শেজনি। তবুও সব শেষে ২ টো গোল হজম করতে হয় পোল্যান্ডকে।
আরও পড়ুন: বেলজিয়ামের বিরুদ্ধে নামার আগে খাতায় কলমে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া
তবে মেসির এই পেনাল্টি নিয়ে ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন। কারণ, পোল্য়ান্ডের ছয় গজের বক্সের মধ্য়ে ফিফটি-ফিফটি বল তাড়া করছিলেন লিও মেসি এবং পোলিশ গোলকিপার। মাথায় লেগে বল বেরিয়ে যাওয়ার পরেই শূন্য় ঝাঁপানো গোলকিপারের হাত লেগেছিল মেসির কপালে। প্রাক্তনদের প্রশ্ন, ,মানুষের ভুল ধরার জন্যই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে ফিফা।