সর্বভারতীয় ফুটবলের (AIFF) মসনদে কে? সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়নের প্রক্রিয়া। প্রথম দিনই মনোনয়ন জমা দিয়েছেন ভাইচুং ভুটিয়া (Bhaivhung Bhutia)। তবে এ বার প্রাক্তন ফুটবলার হিসাবে নয়, অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার প্রতিনিধি হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। ভাইচুংকে সমর্থন জানিয়েছে রাজস্থান ফুটবল সংস্থা
মনোনয়ন জমা দেওয়া প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, ‘আমি ফেডারেশন সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছি। আমি মনে করি, এই পদের জন্য আমিই যোগ্য ব্যক্তি। দেশের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। সেরা ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্রীড়ামন্ত্রকের মিশন অলিম্পিক সেলেও রয়েছি। এবং আরও নানা কমিটিতেই রয়েছি। প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে। ভারতীয় ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চাই।’
Partha Chatterjee: অন্যদের চেয়ে মাসিক ৬০ হাজার টাকা কম বেতন পাবেন বিধায়ক পার্থ
বাইচুংয়ের এবারের লড়াই বেশ কঠিনই। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কল্যাণ চৌবে। জাতীয় দল এবং মোহনবাগানে খেলেছেন। ৩৬ এর মধ্যে ২৫টি সংস্থাই তাঁর সঙ্গে রয়েছে বলেই খবর। কল্যাণ চৌবে গুজরাত ফুটবল সংস্থা থেকে মনোনয়ন জমা দিয়েছেন। সেই প্রস্তাব সমর্থন করেছে অরুণাচল প্রদেশ।