অনুপ্রেরণা সৌরভ! ফেডারেশন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের আগে ঠিক এমনটাই জানালেন বাইচুং ভুটিয়া। ভারতের প্রাক্তন ফুটবলারের দাবি অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ঠিক যে ভাবে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে, ঠিক সেই ভূমিকাতেই নিজেকে দেখতে চান তিনিও (Bhaichung Bhutia)। বলা যেতে পারে, সৌরভই অনুপ্রেরণা তাঁর। আর তাই ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে তাঁর মুখে বন্ধু সৌরভেরই কথা।
এক সময়ের সতীর্থ কল্যাণ চৌবের (Kalyan Chaubey) সঙ্গেই লড়াই পাহাড়ি বিছের। এও বলা হচ্ছে, রাজনৈতিক প্রভাবের কারণেই কল্যাণের সর্বভারতীয় ফুবটল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়া নাকি প্রায় ‘কনফার্ম’। গোলকিপার বনাম স্ট্রাইকারের লড়াই হিসেবে দেখছে ভারতীয় ফুটবল।
আরও পড়ুন: সৌরভের পথেই কি এবার ভাইচুং? ভারতীয় ফুটবলের মসনদে প্রাক্তন অধিনায়ককে চান প্রাক্তনরা
বাইচুং অবশ্য বরাবরের মতোই মাঠে নামার আগে, শেষ বাঁশি বাজার আগে ম্যাচ হারতে নারাজ। তবে ফেডারেশনের প্রেসিডেন্ট পদে কেন দাঁড়ালেন বাইচুং, তা নিয়ে নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন।
বাইচুং জানেন যে কল্যাণের বিরুদ্ধে তাঁর জেতার সম্ভাবনা কম। তার মূল কারণ, কল্যাণের পিছনে অনেক রাজ্য সংস্থার সমর্থন রয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, কল্যাণকে হয়তো ভুল বোঝানো হচ্ছে। কারণ সভাপতি হিসাবে নিজের যে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, বাইচুংয়ের মতে, এই মুহূর্তে তা কখনওই অগ্রাধিকার হতে পারে না।