কাতারে (Qatar World Cup 2022) রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। মদ,সমকামিতার মতো কালোবাজারিও বন্ধ কাতারে। নির্দিষ্ট মূল্যের থেকে বেশি কোনও জিনিসের দাম নেওয়া সেখানে অপরাধ৷ তবুও কাতারে রমরমিয়ে বিকোচ্ছে বিশ্বকাপের টিকিট দামের থেকে ১০ গুণ বেশিতে।
বিশ্বকাপ থেকে যেসব দেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে সেই দেশের সমর্থকেরা টিকিট বিকিয়ে দিচ্ছেন। একেবারে খোলা আকাশের নিচেই দেদার বিকোচ্ছে টিকিট। সেসব টিকিট চড়া দামেই কিনছেন যারা পাচ্ছেন না।
আরও পড়ুন : ব্রাজিলের জয়ে সামিল পেলেও! কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে সুস্থতা কামনা নেইমারদের
মিশর থেকে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন মেসিভক্ত আশরাফ আলি। অথচ আর্জেন্টিনা পোল্যান্ডের টিকিট ছিল না তার কাছে। স্টেডিয়ামে পৌঁছে হাতে ঝুলিয়েছিলেন, 'আমাদের টিকিট চাই প্ল্যাকার্ড '। তাতেই ভারতীয় মুদ্রা প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা হাঁকিয়ে এক ব্যক্তি টিকিট দিতে আসেন, যা আসল দামের ৯ গুণ। অত টাকা দিয়ে টিকিট কিনতে চাননি আশরাফ শেষে ৫০০ ডলার অর্থাৎ প্রায় ৪৫ হাজার টাকায় রফা হয়।