এ মাসেই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। দীর্ঘদিন পর ৫ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে পাঁচটি টেস্ট মোটেই সহজ হবে না রোহিত শর্মা ব্রিগেডের কাছে। তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের আগে আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলি ও ঋষভ পন্থরা।
ঘরের মাঠে পরপর দুটি সিরিজ খেলার জন্য ক্লান্তি ছিল। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে বাড়তি অনুশীলন প্রয়োজন। মনে করছে টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এরপরই সব সমীকরণ পাল্টে গিয়েছে। বিরাট কোহলির ফর্ম নিয়ে কথা উঠে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে তাই দলের অন্দরেই ওয়ার্মআপ ম্যাচেরই দরকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একজনের কাছে অ্যাসিড টেস্ট। নতুন দায়িত্ব নেওয়া হেড কোচ গৌতম গম্ভীর।
পারথের পিচে প্রথম টেস্ট। তার আগে ওয়াকায় তিনদিন প্রস্তুতি সিরিজ খেলা শুরু ভারতের। আন্তঃদলীয় ম্যাচের জন্য় সবাইকে দেখে নেওয়ার সুযোগও থাকছে। প্রথম টেস্টে যদি রোহিত না খেলেন, তা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করবেন! সেটাও বেছে নিতে হবে হেড কোচ গম্ভীরকে। যশস্বীর সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ওপেন করতে পারেন অভিমূন্য় ঈশ্বরণ বা লোকেশ রাহুল। অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় টিম নেটে অনুশীলনেও নেমে পড়েছে। প্রথম দিন যদিও নেটে দেখা যায়নি বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকে। দ্বিতীয় দিন চেনা ছন্দে অনুশীলনে দেখা যায় বিরাটকে।
এই সিরিজ ভারতীয় ক্রিকেট টিমের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একঝাঁক সিনিয়ার ক্রিকেটার কি আগামী দিনে খেলবেন! প্রশ্নের মুখে বিরাট, রোহিত, অশ্বিন, জাদেজাদের ভবিষ্যত। এই সিরিজ থেকেই বোঝা যাবে, তরুণ ক্রিকেটাররাও বিদেশের মাটিতে তৈরি কিনা। এই সিরিজে ব্যর্থ হলে লাল বল ও সাদা বলের দুটি আলাদা কোচ প্রয়োজন কিনা ঠিক করে ফেলতে পারে বিসিসিআই। গৌতম গম্ভীরকে তা হলে সীমিত ওভারের দায়িত্ব দিয়ে টেস্ট ক্রিকেটে অন্য কাউকে আনা হতে পারে। বোর্ড সূত্রে খবর, অস্ট্রেলিয়া সিরিজে টিম ইন্ডিয়া ভাল পারফরম্যান্স না করতে পারলে টেস্টের দায়িত্ব নিতে পারেন ভিভিএস লক্ষ্মণ।