প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও, দুর্ধর্ষ প্রত্যাবর্তন। কল্যাণীর (Kalyani) বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে বরোদাকে (Baroda) ৭ উইকেটে হারাল বাংলা। শুক্রবার এই ম্যাচ জেতার পর ৬ পয়েন্ট পেয়ে রঞ্জিতে (Ranji Trophy) অপরাজিত রইলেন মনোজ তিওয়ারিরা। মনোজ তিওয়ারি এবং সুদীপ ঘরামি-র ব্যাট থেকে এলো বাংলার জয়ের রান।
প্রথম ইনিংসে ২৬৯ রান করে বরোদা। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৯১ রান করে বাংলা। প্রথম ইনিংসের শেষে ৭৮ রানে পিছিয়ে পড়েছিল বাংলা। তারপর বোলারদের দাপটে ম্যাচে সমতা ফেরে। বৃহস্পতিবার বাংলার বোলাররা ঢেকে দেন প্রথম ইনিংসের ব্যর্থতা। বোলারদের দাপটের জেরে মাত্র ৯৮ রানেই শেষ হয়ে যায় বরোদা। মুকেশ কুমার একাই নেন ৪টি উইকেট।
আরও পড়ুন- জন্মদিনেই অসুস্থ রাহুল দ্রাবিড়, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
জয়ের জন্য শেষ ইনিংসে বাংলার দরকার ছিল ১৭৭ রান। ৬১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যান মনোজ তিওয়ারিরা। মনোজ ৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ বলে ৬০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে নট-আউট থাকেন। সুদীপ ঘরামি ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪০ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন।