ফুটবলে নয়া রেকর্ড ব্রাজিলের (Brazil)। সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে (Brazil vs South Korea) দুরন্ত জয় পেয়েছে ব্রাজিল। পৌঁছে গিয়েছে বিশ্বকাপের (Qatar World Cup 2022) শেষ আটের তালিকায়। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে এক অভিনব রেকর্ড গরেছে ব্রাজিল।
কী সেই রেকর্ড?
প্রতিটা দেশ ২৬ জল প্লেয়ার নিয়ে বিশ্বকাপের দল তৈরি করে। কিন্তু সবাই একাদশ তো দূরের কথা বেঞ্চেও জায়গা পান না। কিন্তু ব্রাজিল চলতি বিশ্বকাপে ২৬ জন ফুটবলারকেই মাঠে নামিয়েছেন। প্রত্যেকেই খেলেছেন। আর এই রেকর্ড সম্ভব হয়েছে কোচ তিতের জন্য।
আরও পড়ুন- ব্রাজিলের জয়ে সামিল পেলেও! কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে সুস্থতা কামনা নেইমারদের
২০০২ বিশ্বকাপের পর একসঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠেনি ব্রাজিল ও আর্জেন্টিনা। শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেটাই শেষ দক্ষিণ আমেরিকার কোনও দলের বিশ্বকাপ জয়। কিন্তু কাতার বিশ্বকাপে প্রুথম থেকেই ছন্দে রয়েছে ব্রাজিল। আর সেই কারণেই এই বিলাসিতা দেখাতে পেরেছেন কোচ।