ফুটবল বিশ্বে অন্যতম জনপ্রিয় নাম কাকা । আক্রমণাত্মকএই মিড-ফিল্ডার তাঁর গতি, ড্রিবলিং ক্ষমতা এবং গোল করার দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন । ২০০২ বিশ্বকাপ জয়ী দলে নির্বাচিত হয়েছিলেন ও ২০০৬ ফিফা বিশ্বকাপেও খেলেছিলেন । ব্যক্তিগত জীবনে ছোটবেলার বন্ধুকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছিলেন । সবটাই ছিল পারফেক্ট । কিন্তু, এই পারফেকশনের জন্যই নাকি ধীরে ধীরে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় । আর তারপর বিবাহবিচ্ছেদ । উল্লেখ্য, ২০১৫ সালে সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন কাকা ও ক্যারোলিন সেলিকো । সম্প্রতি, বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন সেলিকো ।
২০০৫ সালে সাও পাওলোতে ছোটবেলার বন্ধু ক্যারোলিন সেলিকোকে বিয়ে করেছিলেন কাকা । ১০ বছর একসঙ্গে সংসার করার পর তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন । সম্প্রতি, বিচ্ছেদের কারণ প্রসঙ্গে সেলিকো জানান, কাকা কখনই তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি । তাঁর সঙ্গে সবসময় ভাল ব্যবহার করেছেন । তাঁকে একটি চমৎকার পরিবার দিয়েছেন । কিন্তু তিনি খুশি ছিলেন না । সমস্যাটি আসলে, কাকা তাঁর জন্য খুবই পারফেক্ট ছিলেন ।
উল্লেখ্য, কাকা ও সেলিকো দু'জনেই ফের নতুন মানুষের সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন । ২০১৯ সালে, কাকা ব্রাজিলিয়ান মডেল ক্যারোলিনা ডায়াসের সঙ্গে এনগেডমেন্টের ঘোষণা করেন । অন্যদিকে, ক্যারোলিন ২০২১ সালে বিয়ে করেন এডুয়ার্ডো স্কারপা জুলিয়াওকে ।
কাকা তাঁর কেরিয়ারে এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবের হয়ে খেলেছেন । ২০০২ সালে বিশ্বকাপ জয়ী দলের জন্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৬ ফিফা বিশ্বকাপেও খেলেছিলেন । ২০১৭ সালে অবসর ঘোষণা করেন প্রাক্তন তারকা ফুটবলার ।