চোখের জলে পেলেকে (Pele Funeral) বিদায় জানালো ব্রাজিল (Brazil) । মঙ্গলবার ফুটবল সম্রাটের দেহ সমাধিস্থ করা হল । তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সান্টোসের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভিড় করেছিলেন তাঁর সমর্থকরা । সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড়রা । বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার জগতের তারকা সেখানে উপস্থিত ছিলেন । শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুজি ইনাসিও লুলা ডা সিলভা ।
সোমবার পেলের কফিন আনা হয় সান্টোস ক্লাব প্রাঙ্গণে । জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ভিলা বেলমিরো স্টেডিয়ামে ২৪ ঘণ্টা রাখা হয় পেলের কফিন । পেলের কফিন মোড়া ছিল জাতীয় পতাকায় । স্টেডিয়াম থেকে দেহ নিয়ে যাওয়া হয় সমাধিস্থলে । তার আগে সান্টোসের রাস্তায় পেলের শেষ যাত্রায় সামিল হন লক্ষ লক্ষ মানুষ । কেউ ভেঙে পড়েছেন, কারও চোখে জল, কেউ আবার পেলের স্মৃতিতে বিভোর । কোথাও আবার শোনা গেল করতালি । এরপর সান্টোসের মাঠ ভিলা বেলমিরোর পাশেই মেমোরিয়াল সেমিটারি-তে সমাধিস্থ করা হয় পেলেকে ।
আরও পড়ুন, Hardik Pandya: শেষ ওভারে অক্ষর প্যাটেলকে এনে সাফল্য, ক্যাপ্টেন হার্দিকের সিদ্ধান্তে ধোনির ছায়া!
৩০ ডিসেম্বর । ৮২ বছর বয়সে শেষ হয় আরও এক অধ্যায়ের। বিদায় নেন কিংবদন্তি পেলে (Brazillian Legend Pele)। তাঁর প্রয়াণে স্থিমিত ফুটবল ইতিহাসের অর্ধেক যুগ। স্বর্ণাক্ষরে লেখা থাকবে ফুটবলের সম্রাট, যার দেশ ছিল ব্রাজিল। দেশকে যিনি তিনবার বিশ্বকাপ এনে দিয়েছিলেন। আর দিয়ে গিয়েছেন, অসংখ্য রূপকথা ও মিথ ।