তৃতীয় বারের জন্য গাঁটছড়া বাঁধতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো (Ronaldo Nazario)। মডেল এবং ব্যবসায়ী সেলিনা লকসকে বিয়ে করছেন তিনি। গত সাত বছর ধরে সম্পর্কে ছিলেন রোনাল্ডো এবং সেলিনা (Celina Locks)। সম্প্রতি ফুটবলার নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেলিনার ইন্সটাগ্রাম পোস্ট থেকে এই তথ্য প্রকাশ পেয়েছে।
নিজের ইন্সটাপোস্টে সেলিনা লিখেছেন, 'হ্যাঁ। আমি তোমাকে বিয়ে করব। ভালবাসি তোমায়। সারাজীবন আমি রোনাল্ডোর।' এই পোস্টের কমেন্ট সেকশনে রোনাল্ডো রিপ্লাইও দিয়েছেন। লিখেছেন, 'তোমায় ভালবাসি।' রোনাল্ডোর বিয়ের খবর শুনে স্বাভাবিক ভাবেই খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
আরও পড়ুন- আথিয়া কে.এল রাহুলের শুভ পরিণয়! বিয়ের আসরে বসবে চাঁদের হাট, কে কে আসছেন জানেন?