ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্বক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় ব্রায়ান লারার (Brian Lara) সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তার পর মুগ্ধতা যেন কাটছে না ভারতীয় দলের দুই তরুণ ওপেনার ইশান কিষান (Ishan Kishan) এবং শুভমন গিলের (Shubhman Gill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তৃতীয় ওয়ানডে-তে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর লারা প্রশ্ন করেছিলেন ইশান কিষানকে যে, তিনি ডবল সেঞ্চুরি করতে পারতেন কি না।
আরও পড়ুন: পাক সম্মতিতে আমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ ১৪ তারিখেই
ইশান বলেন, দ্বি-শতরানের বিষয়টি তাঁর মাথায় ছিল। কিন্তু, তিনি কীভাবে পরের ম্যাচগুলিতে এই প্রচেষ্টা কাজে লাগাতে পারেন, তা নিয়েই এই মুহূর্তে বেশি ভাবিত।
অন্যদিকে, শুভমন গিল বলেন, লারা চিরকালই তাঁর আদর্শ। নিজের সেরা সময়ে কীভাবে বোলারদের ওপর কর্তৃত্ব চালানের এই ক্যারিবিয়ান কিংবদন্তি, সেই স্মৃতিও তাঁর মনে উজ্জ্বল বলে জানান শুভমন গিল। বিশেষয় লাল বলের ক্রিকেটে।
লারা তাঁকে মেসেজ করেছিলেন ইনস্টাগ্রামে। তার পরেই কার্যত অভিভূত হয়ে পড়েছিল ইশান কিষান। নিজেই জানান সে কথা।