২০২২ সালের আইপিএলের আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ব্যাটিং কোচ কাম অ্যাডভাইজার নিয়োগ করেছিল আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৩ সালের সংস্করণের জন্য লারাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি।
হায়দরাবাদে দ্বিতীয় দফায় মাত্র দু’বছর কোচ ছিলেন মুডি। মৌখিক ভাবে দু’পক্ষের বিচ্ছেদ হয়েছে। তবে কোচিং জীবনের সেরা সময় কাটিয়েছেন ২০১৩ থেকে ২০১৯ সালে। সেই সময় হায়দরাবাদ পাঁচ বার প্লে-অফে ওঠে এবং ২০১৬-য় বিজয়ী হয়। ২০২০-তে মুডিকে সরিয়ে ট্রেভর বেলিসকে কোচ করে হায়দরাবাদ। তিনি সাফল্য পাননি।
শনিবার হায়দরাবাদের দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে, পরের মরসুমে টম মুডির জায়গায় কোচ হচ্ছেন ব্রায়ান লারা। বেশ কয়েকবছর এই দলের কোচের দায়িত্ব সামলেছেন মুডি। তাঁর কোচিংয়ে দল পাঁচবার প্লে অফে ওঠে। একবার চ্যাম্পিয়নও হয়। কিন্তু এবছর আইপিএলে তেমন দাগ কাটতে পারেনি হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত ৬ বার প্লে অফে পা রেখেছে, একবার চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালের রানার্স টিম।