টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে ডাগ আউটে বসে চোখের জল মুছলেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর নিজেকে সামলে নিয়ে মেনে নিলেন দলের ব্যর্থতা। আর এই হারের জন্য কাঠগড়ায় তুললেন সতীর্থদের। মূলত বোলারদের।
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা দুষলেন বোলার ভুবেনশ্বর কুমারকে। তাঁর মতে, ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটাই ঠিকঠাক হয়নি। ওই ওভারের কারণেই ছন্দপতন। ভুবেনশ্বর ঠিক জায়গায় বল রাখতে পারেনি। আর সেই কারণেই উইকেট নিয়ে সতর্ক থাকলেও ভালো বল না করতে পারার কারণে প্রতিপক্ষের কাছে হেরে যেতে হয়েছে দলকে।
তবে, এদিন ব্যাটিং নিয়ে তেমন কোন অভিযোগ করেননি রোহিত। তিনি বলেন, 'এই ফলাফল হতাশা জনক। মনে হয় আমরা ভালো ব্যাট করেছি বিশেষ করে ইনিংসে শেষের দিকে ব্যাটিং ভালো হয়েছে কিন্তু আমরা ভালো বল করতে পারিনি। আর তাই মাত্র ষোল ওভারে প্রতিপক্ষ টার্গেটে পৌঁছে গিয়েছে।
তবে, বোলারদের উপর হারের চাপালেও প্রতিযোগিতায় নিজের ছন্দে না থাকা নিয়ে কিছু বলেননি দলের অধিনায়ক। কিন্তু এই মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেও এমন লজ্জার হার কেন? রোহিতের কথায়, 'এই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ কঠিন থাকলেও চাপ সামলাতে পেরেছিলাম আমরা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সেটা সম্ভব হয়নি'।