ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন কার্লোস অ্যাঞ্চেলোত্তি। বর্তমানে রিয়াল মাদ্রিদকে কোচিং করান এই ইতালীয়। জানা গিয়েছে, ২০২৪ সালের জুন মাস থেকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। উল্লেখ্য, ২০২৪ এর জুনে কোপা আমেরিকা আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই অ্যাঞ্চেলোত্তি ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেবেন বলে খবর।
আরও খবর: ভারতীয় ফুটবলারের কাঁধে মণিপুরের পতাকা ! বিতর্ক তুঙ্গে, ব্যাখা দিলেন জিকসন
এর আগে চেলসি এবং এসি মিলানেরও কোচ ছিলেন তিনি। ব্রাজিলের দায়িত্ব নিলে গত ৬০ বছরে প্রথমবার ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব সঁপে দেওয়া হবে কোনও বিদেশির হাতে। কিংবদন্তী এই কোচের সাফল্যের ভাণ্ডার রীতিমতো পরিপূর্ণ। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দু'বার চ্যাম্পিয়ন্স লিগ জয়।
উল্লেখ্য, গত বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন তিতে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে দল বিদায় নেওয়ার পরেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।