মন্থর পিচে আইপিএল কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ১৭২-৭ করল চেন্নাই সুপার কিংস। চেন্নাই ইনিংসের টপ স্কোরার রুতুরাজ গায়কোয়াড়। ৬০ রান করেন তিনি। গুজরাট টাইটান্সের হয়ে ২টি করে উইকেট নেন মোহিত শর্মা ও মহম্মদ শামি। প্রথম উইকেটে ৮৭ রান যোগ করে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে তারা করে ১৫ রান।
উল্লেখ্য, আইপিএলের প্রথম প্লে-অফে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় গতবারের চ্যাম্পিয়ন গুজরাট। দলে একটি পরিবর্তন করেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস জিতে হার্দিক জানান, এই পিচে রান তাড়া করার মজা রয়েছে। ধোনিও জানিয়েছেন, টস জিতলে তিনি রান তাড়া করতেন। চেন্নাই দলে কোনও পরিবর্তন নেই।