জাতীয় নির্বাচকের (BCCI Selectors) পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা (Chetan Sharma Resigns) । সম্প্রতি, টিভি চ্যানেলের একটি স্টিং অপারেশনে ভারতীয় দল নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন চেতন । যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে । এরপরই, এদিন চেতন শর্মার পদত্যাগের খবর সামনে এল । সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, সচিব জয় শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ।
সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলির ইগোর লড়াই থেকে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেশ নিয়েও নানা কথা বলেছিলেন চেতন শর্মা । এরপরেই ভারতীয় ক্রিকেট দলের জাতীয় নির্বাচকের পদে তাঁর থাকা উচিৎ কি না সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল । বোর্ড তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল । কিন্তু, তার আগেই ইস্তফা দিয়ে দিলেন চেতন । এই নিয়ে দু'বার পদ গেল চেতনের ।
২০২০ সালের ডিসেম্বর থেকে নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি । মাঝে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন-সহ গোটা নির্বাচক কমিটিকেই অপসারিত করেছিল বোর্ড । এরপর ফের মুখ্য নির্বাচক পদে তাঁকেই বহাল করে বোর্ড ।