মোহনবাগানে এলে তাঁর মনে মায়ের কথা মনে পড়ে। বুধবার সবুজ-মেরুনের নবনির্মিত তাঁবুর উদ্বোধনে আবেগতাড়়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়েছেন, তাঁর মা ছিলেন মোহনবাগানের অন্ধ ভক্ত। সবুজ-মেরুনের খেলা থাকলে বসে যেতেন রেডিও নিয়ে। পুজো পাঠাতেন কালীঘাটে। এই ব্য়াপারে এদিন মুখ্যমন্ত্রী মোহনবাগান বনাম কসমস ম্যাচের কথাও উল্লেখ করেন।
গত বছর বাংলার বিধানসভা ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের স্লোগাল ছিল 'খেলা হবে'। এই স্লোগানকে পরবর্তী সময়ে নিজেদের রাজ্যে ব্যবহার করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং আরজেডি নেতা তেজস্ব যাদব। কেন এই স্লোগান, তা এদিন সবুজ-মেরুন তাঁবুতে দাঁড়িয়ে জানালেন মমতা। তাঁর দাবি, জীবনটাই তো খেলার। মৃত্য়ু কবে হবে জানি না। যতদিন বেঁচে থাকবেন, ততদিন খেলতে খেলতে কেটে যাবে।
আর কয়েকদিন পরেই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি শেষ হচ্ছে। তার আগে স্বাধীনতার যুদ্ধে মোহনবাগানের অবদানের কথা ফের একবার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই কেউ ভুলে যাবে না। স্বাধীনতার যুদ্ধের আর এক নাম মোহনবাগান। তাই মোহনবাগানের মাটি সোনার চেয়ে খাঁটি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।