ভারতীয় ক্রিকেটের ভক্তদের জন্য সুখবর! মোহালিতে বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট ফাঁকা স্টেডিয়ামে খেলা হলেও, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Bengaluru Chinnaswamy stadium) দ্বিতীয় টেস্টটিতে (IND vs SL 2nd test) ৫০ শতাংশ দর্শকাসনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়ে দিল কর্নাটকের ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)।
আরও পড়ুন: দ্বিতীয়বার ময়নাতদন্ত আনিস খানের, সোমবার কবর থেকে তোলা হবে দেহ, পরিবারকে নোটিস SIT-এর
কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সন্তোষ মেনন জানান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টটিতে (IND vs SL 2nd test) ৫০ শতাংশ পূর্ণ থাকবে দর্শকাসন। তিনি বলেন, "এটা গোলাপি বলের টেস্ট (Pink ball test)। আমরা এই টেস্টটির আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। টেস্টের আয়োজনে যাতে সামান্যতম ত্রুটিও না থাকে, তা জন্য সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে"।
আগামী ১২ মার্চ থেকে শুরু হবে দিন-রাতের (IND vs SL test in Chinnaswamy) এই টেস্ট ম্যাচ। আগামী ১ মার্চ থেকেই কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়াবসাইটে পাওয়া যাবে ম্যাচের টিকিট। স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হবে আগামী ৬ মার্চ থেকে।