আফগানিস্তানের বিরুদ্ধে সর্বাধিক ছয় মেরে রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা । ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড । তবে, জানেন কি তাঁর ছক্কা হাঁকানোর অনুপ্রেরণা কে ? বুধবারের ম্যাচের পর রোহিত জানিয়েছেন, ক্রিস গেইল-ই তাঁর অনুপ্রেরণা । এমনকী তাঁদের জার্সি নম্বরও এক । ৪৫ নম্বরটা আসলে স্পেশ্যাল । রোহিতের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস গেইলও ।
রোহিতকে একটি ভিজিওতে বলতে শোনা গিয়েছে, ক্রিস গেইলের থেকেই ছয় মারা শিখেছেন । বছরের পর বছর ধরে তাঁকে মাঠে দেখছেন । মাঠে নামলেই মনে হয় ছয় মারার মেশিন । দু'জনের জার্সি নম্বরও এক (৪৫) । রোহিত তাঁর এই রেকর্ড ব্রেক নিয়ে আরও বলেন, "বহু বছর ধরে পরিশ্রম করছি । আমি এমন এক জন মানুষ যে নিজের কাজ নিয়ে কখনও সন্তুষ্ট হয়নি । যা করছি সেটাই চালিয়ে যেতে চাই। ওটাই আমার ফোকাস।"
আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত ৮১ বলে ১৩১ রান করেন । এদিন মোট ৫টি ছয় মারেন তিনি । সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৬টি ছয় হয়েছে তাঁর, যা গেলের থেকে এক বেশি ।