আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে ২০০-তম ম্যাচ খেললেন সিআর সেভেন। ম্যাচে গোল করে দেশকে জেতালেন ক্রিসচীয়ানো রোনাল্ডো। মাইলফলক ম্যাচ রঙিন হয়ে উঠল পর্তুগিজ মহাতারকার পায়ের জাদুতে।
প্রায় দু'দশক আগে পর্তুগালের জার্সিতে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। মঙ্গলবার ছিল ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচ। ম্যাচের শেষ লগ্নে আইসল্যান্ডের বিরুদ্ধে গোল করে পর্তুগালকে জেতান রোনাল্ডো। ৮৯ মিনিটে এল কাঙ্খিত গোল। দেশের হয়ে ১২৩ নম্বর গোল করলেন সিআর সেভেন।
Koel Mallick-Yoga Day: শীর্ষাসনে 'মিতিন মাসি'! কোয়েল মল্লিকের ফিটনেস দেখে তাজ্জব ভক্তরা
ম্যাচ শুরুর আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে শংসাপত্র দেওয়া হয় রোনাল্ডোকে।