ঘটনাবহুল রবিবার। ২৩ এর বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ভারতের বিরুদ্ধে নামবে সাউথ আফ্রিকা, ইডেনে ম্যাচ, তার উপর একই দিনে ক্রিকেটের ‘কিং’ এর জন্মদিন। উত্তেজনায় কার্যত ফুটছে রাজ্যবাসী। অন্যান্য দিন সকাল হলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর্ব মেটান। কিন্তু বিরাটের ক্ষেত্রে ডট ১২ টাতেই উইশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিলোত্তমার রাস্তাঘাট মুড়ে দেওয়া হয়েছে বিরাটের জন্মদিনের পোস্টারে।
ICC World Cup-CV Anand Bose: কালোবাজারিতে অতিষ্ঠ, ভারতের হাইভোল্টেজ ম্যাচের টিকিট ফেরালেন রাজ্যপাল
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জন্মদিনে বিরাট যে তাঁর প্রাণের শহরে দেশের হয়ে খেলবেন, এ তাঁর বড় পাওয়া। একের পর এক ইভেন্টে আজ তিলোত্তমার হাওয়ায় উৎসবের আমেজ, সঙ্গে ভরা হেমন্তও। বিরাটের জন্মদিন নিয়ে বাংলার ক্রিকেট সংস্থাও অনেক প্ল্যান সেরে রেখেছিল। কথা ছিল কেক কাটা হবে , মুখোশ বিলোনো হবে গ্যালারিতে। কিন্তু অনুমতি পাওয়া যায়নি, বদলে বিরাটকে উপহার দেওয়া হবে সোনার ব্যাট।