বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ভারত না উঠলে ইস্তফা দেবেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার আগের দিন তিনি নিজেই এ-কথা জানালেন।
ইগর দীর্ঘদিন ধরেই বলছিলেন, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ভারত যাবেই। তবে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করায় সেই স্বপ্ন কিছুটা ধাক্কা খেয়েছে। আফগানদের বিরুদ্ধে ফিরতি ম্যাচের আগে তাই বড় ঘোষণা করলেন ইগর।
খাতায় কলমে এখনও তৃতীয় রাউন্ডে যেতে পারে ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেতে হবে সুনীল ছেত্রীদের। ইগর জানিয়েছেন, তা যদি না হয়, তাহলে গত পাঁচ বছরে যে কাজ করেছেন, যে সম্মান এবং খ্যাতি অর্জন করেছেন, সব নিয়ে চলে যাবেন।
কেন পারছে না ভারত? স্টিমাচের যুক্তি, সাফল্য পেতে প্রয়োজন লম্বা জাতীয় শিবির। তা হচ্ছে না। এছাড়া স্ট্রাইকার খরায় ভুগছে জাতীয় দল।