চোট থেকল ফিরে IPL-এ LSG-এর হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ময়ঙ্ক যাদব। তা দেখে যারপরনাই খুশি ময়ঙ্ককে দীর্ঘদিন খুব কাছ থেকে দেখা দিল্লির দুই প্রাক্তন কোচ গুরশরণ সিং এবং পরভিন্দর আওয়ানা। তাঁদের মতে, ময়ঙ্কের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা দরকার। লাল বলের টেস্ট ক্রিকেটে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই তরুণ ক্রিকেটার।
দিল্লি টিমে ময়ঙ্কের অর্ন্তভুক্তির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গুরশরণের। ২১ বছরের তরুণের মধ্যে তিনি ইশান্ত শর্মার ছায়া দেখছেন। গুরশরণের মতে, ময়ঙ্কের পা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন৷ এই তরুণ পেসার একদিন টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন, মত গুরশরণের।
West Bengal Weather Update: হিটওয়েভ জারি, তবে বৃষ্টি খুব দূরে নয়, কী বলল আবহাওয়া দফতর?
দিল্লির অনুর্ধ্ব ১৯ দলের কোচ হিসাবে কাছ থেকে ময়ঙ্ককে দেখেছেন পরভিন্দর আওয়ানা। তাঁর মতে, আগামী দশকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সম্পদ হতে পারেন মায়াঙ্ক। বুমরার মতো ময়ঙ্কের জন্যও প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা।
দুই কোচের মতে, মায়াঙ্ক তাঁর বোলিং অ্যাকশন খানিকটা বদলেছেন। সাফল্যের জন্য তা দরকার ছিল। দুই বছরে তিনবার চোট তাঁকে শরীরের বিষয়ে আরও সচেতন করে তুলবে বলেও মনে করেন তাঁরা। মায়াঙ্ককে ভারতের টি২০ বিশ্বকাপ দলে দেখতে চান আওয়ানা। গুরশরণ চান মসয়াঙ্ক প্রথমে ভারতের এ দলের হয়ে খেলুন। তারপর তাঁকে গাভাস্কর বর্ডার ট্রফিতে ভারতের টেস্ট দলে সুযোগ দেওয়া হোক।