MS Dhoni And Cristiano Ronaldo : দু’জনেরই জার্সি নম্বর '৭', ফুটবল আর ক্রিকেটকে একই সুতোয় বাঁধল ফিফা

Updated : Jun 22, 2024 06:18
|
Editorji News Desk

জার্মানিতে চলছে ইউরো কাপ। ইতিমধ্যেই শুরু হয়েছে কোপা আমেরিকাও। বিশ্ব ফুটবলে উৎসব চলছে। এরই মধ্যে ফিফা একটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি শেয়ার করেছে। সেই ছবির সঙ্গে একটি ক্যাপশান লেখা হয়েছে, 'থালা ফর অ্যা রিজন'। ধোনির ক্যারিশমাকে স্বীকার করে নিতে বাধ্য হল ফিফা। ফিফার বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্টটি করা হয়েছে। আর ফিফার এই পোস্টেই যেন মিলে গেল ফুটবল ও ভারতীয় ক্রিকেট।

ইউরো কাপে মঙ্গলবারই প্রথম নেমেছে CR7। তার আগেই এই পোস্ট করেছে ফিফা। ক্রিকেটবিশ্বে ভারতকে দুবার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন মাহি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক সাফল্য। বরাবর ৭ নম্বর জার্সি পরে খেলেছেন। ৭ জুলাই জন্মদিন মাহির। নিজের জন্মদিনের তারিখকেই জার্সি নম্বর বেছে নেন মাহি। ২০০৪ সালে অভিষেক করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১৫ বছর জাতীয় দলে খেলেছেন। পদ্মভূষণ, পদ্মশ্রী, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান পেয়েছেন ধোনি। 

ভারত ও উপমহাদেশে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ফিফা। আর তাঁদের পোস্টে ধোনি বা মাহি কথাটি উল্লেখ করা হয়নি। লেখা হয়েছে 'থালা'। তামিল ভাষায় 'থালা' শব্দটির অর্থ লিডার। অর্থাৎ নেতা। সুপারস্টার রজনীকান্তের পর এত জনপ্রিয়তা আর যদি কারও থাকে, তিনি মহেন্দ্র সিং ধোনি। শুধু চেন্নাই নয়, পুরো দক্ষিণ ভারতেই এম এস ধোনি পরিচিত 'থালা' নামে। ভালোবেসেই সমর্থকেরা তাঁকে এই নাম দিয়েছেন। 

মাহির মতোই রোনাল্ডোর জার্সি নম্বরও ৭। তাঁকে সিআরসেভেন বলেন ভক্তরা। রোনাল্ডো ইউরোর সেরা হয়েছেন। বিশ্বকাপ জেতেননি তিনি। কিন্তু ধোনি যেমন ক্রিকেটবিশ্বে থালা, রোনাল্ডোও ফুটবলে জনপ্রিয়। তাঁর ক্যারিশমাও কম কিছু নয়। একাধিক নজির গড়েছেন। রোনাল্ডো পৃথিবীর প্রথম ফুটবলার যিনি চলতি ইউরো কাপ নিয়ে মোট ছয়টা ইউরো কাপ খেলেছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। পাঁচবার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন পর্তুগিজ মহাতারকা। আগামী দিনে আরও একাধিক নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সেই কারণেই তাঁর ষষ্ঠ ইউরোর আগে ফিফার অফিশিয়াল ইন্সটাগ্রাম অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুভেচ্ছা জানানো হয়েছে রোনাল্ডোকে। 

পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর একটি ছবি পোস্ট করা হয় ফিফার তরফে। যে পোস্ট দেখে বোঝাই যায় মহেন্দ্র সিং ধোনি আর রোনাল্ডোকে একই সারিতে বসিয়ে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দেশের জার্সিতে মাঠে নামার আগে রোনাল্ডোকে 'থালা ফর এ রিজন।' অর্থাৎ, একটা নির্দিষ্ট কারণেই (রোনাল্ডো) বড় দাদা। ফলে মাহির মতোই রোনাল্ডোকে থালা সম্বোধন করে ফুটবল আর ক্রিকেটকে যেন এক সুতোয় বেঁধে দিল ফিফা।  

EURO 2024

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?