এবার স্পনসরের লড়াইতে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) টপকে গেল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)! মুকেশ আম্বানির দল আইপিএলের (IPL 2022) ১৫ বছরের ইতিহাসের সবথেকে বড় স্পনসর-চুক্তিটি করে ফেলল। ১০০ কোটি টাকা দিয়ে স্লাইসকে (Slice) তাদের দলের প্রধান স্পনসর (Main sponsor) করা হল।
৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) সঙ্গে ৩ বছরের চুক্তির মাধ্যমে আইপিএলে (IPL 2022) পা রাখল স্লাইস (Slice)।
প্রসঙ্গত, এই চুক্তির আগে আইপিএলের ইতিহাসে কোনও দলের হয়ে সবথেকে বড় স্পনসর চুক্তিটি ৩ বছরের জন্য করেছিল চেন্নাই সুপার কিংস। টিভিএস ইউরোগ্রিপের সঙ্গে। ৭৫ কোটি টাকার।
স্লাইসের সঙ্গে চুক্তি ঘোষণা হওয়ার পর থেকেই টুইটারে মুম্বই ইন্ডিয়ানসের খেলোয়াড়রা বিষয়টি নিয়ে একের পর এক টুইট করতে আরম্ভ করেছেন।
এর আগে এই দলের প্রধান স্পনসররা ছিল যথাক্রমে আইডিয়া, হিরো, ভিডিওকন ডিটুএইচ এবং স্যামসাং।