প্রথম টেস্টে লজ্জার হারের পর এবার নিজেদের মুখ বাঁচাতে টেস্ট স্কোয়াডে বদল আনতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তড়িঘড়ি উড়িয়ে আনা হচ্ছে নতুন স্পিনারকে। কুইন্সল্যান্ডের সেই অফস্পিনার ম্যাথু কুনেম্যানকে ভারতের বিরুদ্ধে আগামী তিনটে টেস্টেই মাঠে নামাতে চায় দল। মিচেল স্বেপসনের বদলি হিসাবে নিয়ে আসা হচ্ছে কুনেম্যানকে। মিচেল স্বেপসন দলের একমাত্র লেগস্পিনার হিসেবে অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন। কিন্তু, তাঁর প্রথম সন্তানের জন্মের সময় বাগদত্তা'র পাশে থাকবেন বলে আবার দেশে ফিরে যান।
বাঁহাতি স্পিনার হিসাবে কামিন্সদের দলে আগে থেকেই রয়েছেন অ্যাস্টন আগর। তাই দিল্লিতে দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বাঁহাতি স্পিনাররা বেশি কার্যকর হবে বলে মনে করছে অস্ট্রেলিয়া শিবির।