অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে পাকিস্তানের হয়ে মাঠে নামেননি দলের অন্যতম স্তম্ভ শাহিন শাহ আফ্রিদি। তার ফলে এই প্রতিভাবান বোলারের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করলেন পাকিস্তানের দুই প্রাক্তন কিংবদন্তি ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস। টেস্টের থেকে টি-২০'কে বেশি প্রাধান্য দিচ্ছেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, এমন অভিযোগও তাঁর বিরুদ্ধে করেছেন প্রাক্তনেরা।
ওয়াসিম আক্রম সরাসরি ফক্স ক্রিকেটে তাঁর বিরক্তিপ্রকাশ করে বলেন, "সিডনি টেস্টের পর নিউজিল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। কিন্তু, তা নিয়ে কার মাথাব্যথা রয়েছে? টি-২০ বিনোদন এবং আর্থিক সমৃদ্ধির জন্য ঠিক আছে। কিন্তু, ক্রিকেটারদের বুঝতে হবে টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য অন্য জায়গায়।''
ওয়াসিম আক্রমের কথার প্রতিধ্বনিই শোনা যায় ওয়াকার ইউনিসের কণ্ঠেও। তিনি বলেন, "টেস্ট ক্রিকেট না খেলে কেউ যদি বলে টি-২০ খেলবে বলে সে বিশ্রাম নিচ্ছে, তাহলে কিছুই বলার নেই! আমি সত্যিই এই যুক্তির কোনও মানে খুঁজে পাচ্ছি না।"