আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হয়েছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এবার ওই মাঠের পিচ নিয়ে রিপোর্ট দিল ICC। তাদের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, স্টেডিয়ামের পিচ অ্য়াভারেজ। অর্থাৎ খুব ভালোও নয় আবার খারাপও নয়। যদিও আউট ফিল্ডকে খুব ভালো- রেটিং দেওয়া হয়েছে। ওই রিপোর্ট তৈরি করেছেন ICC-র রেফারি অ্য়ান্ডি পেক্রোফট।
যে সব স্টেডিয়ামে বিশ্বকাপ হয়েছে সেই সব স্টেডিয়ামগুলির পিচ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ICC-র প্রকাশ করা ওই রিপোর্ট অনুযায়ী, কলকাতা, লখনউ, আমেদাবাদ এবং চেন্নাইয়ের পিচের মান অ্য়াভারেজ। অন্যদিকে একমাত্র মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচের মান 'গুড'।
অন্যদিকে কলকাতার ইডেন গার্ডেনের পিচ অ্য়াভারেজ হলেও আউট ফিল্ড ভেরি গুড রেটিং পেয়েছে ICC-র কাছ থেকে। মূলত একটি লো স্কোরিং পিচের তকমা দেওয়া হয়েছে ইডেন গার্ডেনকে।