Shane Warne died: মধ্যরাতে ওয়ার্নের মৃত্য়ু সংবাদ, সকাল থেকে শোকস্তব্ধ অস্ট্রেলিয়া

Updated : Mar 05, 2022 11:00
|
Editorji News Desk

মাত্র ৫২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে একইসঙ্গে শোকস্তব্ধ এবং হতবাক তামাম ক্রিকেটবিশ্ব (Shane Warne passed away)। খেলার মাঠের মতই জীবনের শেষ দিনের জন্যও এমন অভাবনীয় গুগলি শেন কিথ ওয়ার্ন বেছে নিয়েছেন, তা তাঁর মৃত্যুর (Shane Warne died) কয়েকঘণ্টা বাদেও বিশ্বাস করতে পারছেন না অগণিত ক্রিকেটভক্তরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এর (MCG) শেন ওয়ার্ন স্ট্যাচুর (Shane Warne statue) সামনে দাঁড়িয়ে তাঁর স্মৃতিচারণ করছিলেন বাল্যবন্ধু আন্দ্রে। জানাচ্ছিলেন, কীভাবে ওয়ার্ন নিজেকে জড়িয়ে রাখতেন তাঁদের কমিউনিটির সঙ্গে। বিখ্যাত হওয়ার পরেও ছোটবেলার বন্ধু এবং স্কুলকে কখনও ভোলেননি প্রয়াত এই কিংবদন্তি।

আরও পড়ুন: 'ওয়ার্নি তোমাকে মিস করব', বন্ধুর চলে যাওয়ায় ভেঙে পড়লেন সচিন 

অন্যদিকে সিডনি থেকে চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাৎকারে এক সময়ের সতীর্থ ওয়ার্নের স্মৃতিচারণ (Shane Warne passed away) করতে গিয়ে স্পষ্টতই ভারাক্রান্ত শোনায় প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলরের (Mark Taylor) গলা। "আমি বিশ্বাস করতে পারছি না! ওয়ার্নি, এভাবে...মাত্র ১২ ঘণ্টা আগে আরেক সতীর্থ রডনি মার্শ চলে গিয়েছিলেন। এবার ওয়ার্নি (Shane Warne)। আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের জন্য অত্যন্ত কঠিন সময়। ও এমনই প্রাণবন্ত ও জীবন প্রাচুর্যে ভরপুর ছিল যে, ও যে কখনও চিরকালের মত চলে যেতে পারে, এ কথা মাথাতেই আনা যায় না। ওয়ার্নি (Shane Warne passed away) এসে অস্ট্রেলিয়া ক্রিকেটকে চিরতরে বদলে দিয়ে গিয়েছে। আমি ওকে একজন বিশ্বখ্যাত স্পিন বোলার হিসেবে তো মনে রাখবই। তার সঙ্গেও মনে রাখব একজন অতি রঙিন ও আত্মবিশ্বাসী বন্ধু হিসেবেও"।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) ক্রিকেটের এই বিরল ও ব্যতিক্রমী নায়কের স্ট্যাচুর সামনে বিয়ারের ক্যান, পতাকা ইত্যাদি রেখে আসছেন তাঁর যে অসংখ্য ভক্ত, তাঁদের চোখেমুখে এখনও লেগে স্পষ্ট অবিশ্বাস। এত তাড়াতাড়ি ক্রিকেটের এই জিনিয়াসকে ঘুমের দেশে ডেকে নেবেন ক্রিকেট দেবতা, এমনটা তাঁরা কিছুতেই ভাবতে পারছেন না।

Shane Warne Passes AwayShane Warne

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া