আইপিএলের সূচি ঘোষণা হয়ে গেছে। প্লে-অফ ও ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা হয়নি। গ্রুপ পর্বে ১০টি দল এবার ১২টি শহরে আইপিএল খেলবে।
এবছর ১০টি দল ৭টি হোম ম্যাচ ও ৭টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। প্রথমবার লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে আইপিএল খেলবে। উত্তরপ্রদেশের বাজপেয়ী স্টেডিয়াম তাঁদের হোমগ্রাউন্ড। গুজরাট টাইটান্সের হোমগ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গত আইপিএলের ফাইনাল হয়েছিল এই স্টেডিয়ামে। এছাড়া আইপিএলের তালিকায় এবার আছে ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ড ও ওড়িশার বারবাটি স্টেডিয়াম।
আরও পড়ুন: কোটলায় ৭ উইকেট পেয়ে নজির রবীন্দ্র জাদেজার, গড়লেন আরও একটি রেকর্ড
পুরনো শহরগুলির মধ্যে কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, এই পাঁচটি মেট্রো সিটিতে খেলা হবে। এছাড়া তালিকায় আছে হায়দরাবাদ, জয়পুর, মোহালিও, আমেদাবাদ, ধর্মশালা, কটক ও লখনউ।