গরুপাচার মামলায় দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের সময় কথায় অসঙ্গতি। গ্রেফতার হয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। রবিার রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় তাঁকে। সুকন্যাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১২ মে ফের তাঁকে পেশ করা হবে।
ইডি সূত্রে খবর, রবিবারই তিহাড় জেলে পাঠানো হতে পারে সুকন্যাককে। তিহাড়ে মহিলাদের ৬ নম্বর সেলে থাকবেন তিনি। সাত নম্বর সেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এদিন সুকন্যার আইনজীবী বিচারকের কাছে বাবা ও বান্ধবী সুতপা পালের সঙ্গে ১০ মিনিট কথা বলার আবেদন করেন। ইডির তরফে জানানো হয়েছে, জেল কর্তৃপক্ষ অনুমতি দিলে, তাঁদের আপত্তি নেই।
শনিবার জেরা চলাকালীন কেঁদে ফেলেছিলেন সুকন্যা। জানান, এই বিষয়ে তিনি কিছু জানেন না। মানসিকভাবে তিনি বিধ্বস্ত। ইডি নতুন করে সুকন্যাকে হেফাজতে নিতে চায়নি।