২০২২-এর বর্ষসেরা T20 একাদশ ঘোষণা করল আইসিসি। সেই দলে সুযোগ পেলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। মেয়েদের বর্ষসেরা একাদশে সুযোগ পেলেন স্মৃতি মান্ধানা। টিমে আছেন দীপ্তি শর্মা। বর্ষসেরা মেয়েদের টিমে বাংলার উইকেটকিপার রিচা ঘোষ।
ছেলেদের বর্ষসেরা T20 টিমে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলারকে। এবার এশিয়া কাপে T20 ফরম্যাটে ১২২ রানের ইনিংস আসে বিরাট কোহলির ব্যাট থেকে। ওই সেঞ্চুরির মাধ্যমেই তিন বছর পর ফর্ম ফিরে পান বিরাট। এবার আইসিসির বর্ষসেরা টিমেও মনোনীত হলেন বিরাট।
আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার, ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রোনাল্ডোর দেশের রেফারি
২০২২ সালে সেরা ভারতীয় ব্যাটসম্য়ান সূর্যকুমার যাদব। T20 ক্রিকেটে গতবছর ১১৬৪ রান করেছেন তিনি। ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। অলরাউন্ডার হিসেবেও দারুণ পারফরম্যান্স করেছেন হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে সিরিজও জিতিয়েছেন তিনি। ২০টি উইকেটও নিয়েছেন হার্দিক।