কেকেআর ফ্যানেদের জন্য সুখবর। যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে মাঠে ফিরছেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুক্রবার থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জানা গিয়েছে, শনিবার বিকেলের মধ্যে তাঁদের সঙ্গে যোগ দেবেন দলের অধিনায়কও।
শোনা গিয়েছিল, রঞ্জি খেলার সময় চোট পেয়েছেন শ্রেয়স। চোট এতটাই গুরুতরে ছিল যে শেষ দিন মাঠে নামতেই পারেননি। হাসপাতালে গিয়ে পরীক্ষাও করাতে হয়েছিল। ফলে শ্রেয়সকে নিয়ে দুশ্চিন্তা পড়েছিল কেকেআর। অবশেষে জানা গিয়েছে, তাঁর চোট গুরুতর নয়।
আরও পড়ুন - আইপিএলে ছকভাঙা ক্রিকেট, মাঠে নামার আগে ঘোষণা মুম্বই অধিনায়কের
পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৩ সালে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই চোট সারিয়ে ইতিমধ্যেই জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনাল এবং ফাইনালও খেলেছেন তিনি। এবার তাঁর লক্ষ্য ২০২৪ আইপিএল।