শেষ হল ভারত ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন। একদিনেই ২৩ উইকেট তুলে নিলেন বোলাররা। অন্যদিকে শেষ বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ম্যাচ খেললেন ডিন এলগার। তিনিই দক্ষিণ আফ্রিকা টিমকে নেতৃত্ব দিচ্ছেন। তবে দিনের শেষে তাঁর ব্যাট থেকে এল মাত্র ১৬ রান।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানেই অলআউট করে দেয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ১৫৩ রানে। প্রথম ইনিংসে ৯৮ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ভারত।