চোটের কারণে আইপিএলে (IPL 2022) বাদ পড়েছিলেন। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে আছেন দীপক চাহার (Deepak Chahar)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে T20 সিরিজেও খেলতে পারবেন না তিনি। জানালেন দীপক চাহার নিজেই। তাঁর মাঠে ফিরতে আরও ৪-৫ সপ্তাহ লাগবে।
আগামী ৭ জুলাই থেকে ভারত ও ইংল্য়ান্ডের T20 সিরিজ (T20 Series) শুরু হতে চলেছে। চলবে ১০ জুলাই পর্যন্ত। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চাহার বলেন, "রিহ্যাবে আছি। পরামর্শ মতো এখন চার-পাঁচ ওভার বল করতে পারছি। চোট পুরোপুরি সারতে চার-পাঁচ সপ্তাহ লাগবে। তারপরই মাঠে নামতে পারব। তাই মনে হয় না, ইংল্যান্ডে টিমের হয়ে খেলতে পারব।"
টিমে ফেরার জন্য একেবারেই ব্যস্ত হতে চাইছেন না চাহার। তিনি জানান, একটা করে ধাপ পেরিয়ে এগোতে হবে। সুস্থ হয়ে ওঠার পর ক্লাব ক্রিকেট খেলে নিজের ফিটনেস দেখে নিতে হবে। পুরো সুস্থ হয়ে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরতে চান তিনি।
আরও পড়ুন: আকাশে হঠাৎ ঝাঁকুনি, নেমারের বিমানের জরুরি অবতরণ
আর মাত্র চার মাস বাকি T20 বিশ্বকাপের। তার আগে এই চোট নিয়ে অস্বস্তিতে টিম ইন্ডিয়া। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বেঙ্গালুরুতে এখন রিহ্যাবে আছেন চাহার। রিহ্যাবে ট্রেনারের পরামর্শ মতো টানা ৪-৫ ওভার বল করছেন তিনি। চাহার নিজে টিমে ফেরার বিষয়ে আশাবাদী। জানান, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে চোট পান দীপক চাহার। যার ফলে আইপিএল থেকে বাদ পড়েন তিনি। ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন একসঙ্গেই বেঙ্গালুরুর এনসিএ-তে আছেন।