আরও গতিময় ক্রিকেট। আর সে কারণেই আসছে নতুন নিয়ম। কী সেই নতুন নিয়ম ? দুটি ওভারের মধ্যে এবার থেকে মাত্র ৬০ সেকেন্ড সময় পাবেন বোলিং সাইড। দুটি ওভারের মাঝে টেলিভিশনে ভেসে উঠবে ঘড়ির কাঁটা। জানান দেবে সময়। যদি কোনও বোলিং সাইড এক ইনিংসের মধ্যে তিন বার ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু করতে না পারে, তাহলে তার থেকে পাঁচ রান কেটে নেওয়া হবে।
আমেদাবাদে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কার্যনির্বাহী সমিতির বৈঠকে মঙ্গলবার ঠিক হয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত সব ধরণের ক্রিকেটে আপাতত পরীক্ষা মূলক ভাবে এই নিয়ম চালু হবে। এর আগে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সুপারে আইনে পরিণত হয়েছে ইন ম্যাচ পেনাল্টি।
যদিও বিশ্ব ক্রীড়ায় স্টপ-ওয়াচ নতুন কিছু নয়। ক্রিকেটের আগে এই নিয়ম চালু আছে টেনিসেও। সেখানে পয়েন্ট এবং সার্ভের মধ্যে ২৫ সেকেন্ড বরাদ্দ থাকে খেলোয়াড়ের জন্য।