গুজরাত টাইটান্স ছাড়া এখনও পর্যন্ত আইপিএলের প্লে-অফ নিশ্চিত করতে পারেনি কোনও দল। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ ছিটকে গিয়েছে। বাকি ৭ দলেরই সুযোগ আছে প্লে-অফে ওঠার। ৩টি স্থানের জন্য এখন লড়াই টানটান।
প্লে অফের সুযোগে এগিয়ে চেন্নাই সুপার কিংস। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁরা। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স লখনউকে হারালে দুইয়ে উঠে আসবে। ১৪ পয়েন্ট রয়েছে তাঁদের। লখনউ জিতলে তাঁদেরও সুযোগ থাকবে প্লে-অফে ওঠার। আগামী ম্যাচে কলকাতার বিরুদ্ধে জিততেই হবে তাঁদের।
বাকি চারটি টিমের আশা অনেকটাই কম। দুটি করে ম্যাচ জিতলেই হবে না। অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে আরসিবি, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসকে। আপাতত দুটি করে ম্যাচ জিতলে, অনেক সমীকরণ পাল্টে যাবে।