৫ জন ক্রিকেটার সহ ভারতীয় দলের (Team India) ৮ সদস্য করোনায় (Coronavirus) আক্রান্ত হলেন। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন শ্রেয়স আয়ার, শিখর ধবন এবং রুতুরাজ গায়কোয়াড়। এ ছা়ড়া রিজার্ভে থাকা নবদীপ সাইনিও করোনায় আক্রান্ত। জানা গিয়েছে, টি-টোয়েন্টি দলে থাকা অক্ষর পটেলেরও করোনা ধরা পড়েছে। তিনি এক দিনের সিরিজের দলে নেই। এ ছাড়া, বাকিরা সবাই দলের সাপোর্ট স্টাফ।
আরও পড়ুন: BCCI : বিরাটের শততম টেস্ট ম্যাচ কি বেঙ্গালুরুতে? দিনরাতের টেস্টের ভাবনা বোর্ডের
এক দিনের সিরিজ খেলতে সোমবার আমদাবাদে পৌঁছয় টিম ইন্ডিয়া। এরপর সেখানে প্রত্যেকের করোনা পরীক্ষা হয়। সেখানেই শ্রেয়স-সহ মোট আটজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
৬ ফেব্রুয়ারি থেকে এক দিনের সিরিজ শুরু। আক্রান্ত প্রত্যেক ক্রিকেটারকেই বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হবে। ফলে সিরিজের অন্তত প্রথম দু’টি ম্যাচে তাঁদের খেলার সম্ভাবনা ক্ষীণ। পাশাপাশি, যাঁরা এই তিন ক্রিকেটারের সংস্পর্শে এসেছেন তাঁদেরও নিভৃতবাসে যেতে হবে।