রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতেই নামতে পারেনি ভারত। টস করাও সম্ভব হয়নি। কিন্তু ম্যাচের আগে স্টেডিয়ামে গ্যালারি ভরতে শুরু করেছিল। সেই গ্যালারিতেই একটি পোস্টার চোখে পড়ে। যেখানে এক অনুরাগী, শ্রেয়স আইয়ারের কাছে একটি আবদার নিয়ে এসেছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শ্রেয়সকে দেখলেই বোঝা যায় তিনি কত ভদ্র। ১০ ডিসেম্বর দিনটা খুব গুরুরুত্বপূর্ণ। এই দিনেই ভারত জিতছে আর আমার বান্ধবীর জন্মদিন’, এর পরেই তাঁর আবদার আমার বান্ধবী শ্রেয়সের ছয় মারার একটা টিশার্ট এবং শ্রেয়স ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাক, এটা চেয়েছে।
Sunil Gavaskar: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের হাতছানি, রোহিত শর্মাকে বিশেষ বার্তা গাভাসকরের
কিন্তু সেদিন আবদার পূরণ তো দূর, খেলতেই নামতে পারেননি শ্রেয়স। ফলত, ভক্তের ইচ্ছেও পূরণ করা হয়নি। কিন্তু এই প্ল্যাকার্ড এখন বেজায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।