বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটার দাম উঠল সাড়ে ১৯ লক্ষ। ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপে ভারত-পাক মহারণ। অনলাইনে প্রথম দফার টিকিট এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে।
যে টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছি, তা আবার অন্য একটি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তাতে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম উঠছে ১৯.৫ লাখ টাকা। ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিটের দাম ৯ লাখ টাকা।
ভায়াগোগো নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে এমনই দাম উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের। ১৪ অক্টোবরের ম্যাচের ১০০টি টিকিট এখনও তাদের কাছে আছে বলে দাবি সংস্থাটির।
আরও পড়ুন : বিশ্বকাপের দল ঘোষণা করতে বসে কেন মেজাজ হারালেন ভারত অধিনায়ক ?
যে টিকিট এ ভাবে বিক্রি করা হচ্ছে, তার আসল দাম ৬ হাজার টাকা। সংস্থার দাবি, যিনি তাদের মাধ্যমে টিকিট কিনবেন, তার টিকিট ডাকে পাঠানো হবে। যার দাম আবার আলাদা করে দিতে হবে।
ইতিমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা চড়ছে আমেদাবাদে। সাধারণ হোটেলের এক রাতের খরচ দাঁড়াচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। তবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়েও চেন্নাইয়ে যে এত উত্তেজনা থাকবে, তা অনেকেই আন্দাজ করতে পারেননি।
তাই ওই ম্যাচের একটি টিকিটর দাম ৯ লাখ ৩১ হাজার ২৯৫ টাকা।