ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান T20 দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে খেলবে অস্ট্রেলিয়া (Australia)। সেই ম্যাচই ফিঞ্চের শেষ ওয়ান ডে হবে। সামনে T20 বিশ্বকাপ। সেখানে দলকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ।
ওয়ান ডে ক্রিকেটে অবসর নেওয়ার ঘোষণার সময় ফিঞ্চ জানান, আগামী সিরিজ খেলার পর মেলবোর্নে অবসর নেবেন। কিন্তু পরে তাঁর মনে হয়, এটা ঠিক নয়। ওয়ান ডে ক্রিকেটে দীর্ঘদিন ভাল ফর্মে নেই ফিঞ্চ। শেষ ৭টি ম্যাচে মাত্র ২৬ রান করেছেন তিনি। তিনবার শূন্য রানে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা। এরপরই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। ৫৪টি ওয়ান ডে ম্যাচে দেশকে নেতৃত্ব দেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৬টি ম্যাচ খেলবেন তিনি।
আরও পড়ুন: ছিটকে গিয়েছে দুই প্রধান, কেরলকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মহামেডান
সামনে T20 বিশ্বকাপ। তার আগে ২০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে তিনটি T20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই টিমকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ।