বিশ্ব ক্রিকেট থেকে আরও এক বিশ্বকাপজয়ী অধিনায়কের অবসর। এবার অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। খুবই ছোট্ট কেরিয়ারে খুব অল্প সময়ের মধ্যে তারকা হয়ে উঠেছিলেন ফিঞ্চ। বিশেষ করে ক্রিকেটের ছোট ফরম্যাটে ফিঞ্চের ব্যাটিংয়ের একসময় প্রশংসা করেছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। লডর্সে একটি ম্যাচে ফিঞ্চের সঙ্গে ওপেন করেছিলেন সচিন। ফিঞ্চ জানিয়েছেন, ২০২৪ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তিনি মানসিক ভাবে আর প্রস্তুত নন।
২০১১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে বাইশ গজে অভিষেক হয়েছিল এই ব্যাটারের। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটার হিসাবেই নিজেকে পরিচিত করেছিল। ২০১৫ সালে ফিঞ্চের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে মিথ ভেঙে ছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিং থেকে মাইকেল ক্লার্ক যা পারেননি, তা করে দেখিয়ে দিয়েছিলেন এই ভিক্টোরিয়ান।
গতবছরই একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে ফিঞ্চ জানিয়েছেন, আইপিএল-সহ ফ্যাঞ্চাইজি ক্রিকেট তিনি চালিয়ে যাবেন।