যা করতে পারলেন না জ্যাক ক্রোলি এবং যশস্বী জয়সওয়াল, ১৩ দিনের ব্যবধানে সেই কীর্তি করে দেখালেন দুই পাক ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করলেন আরও এক পাক ওপেনার আবদুল্লা শাফিক। বুধবার দ্বিতীয় টেস্টে ২০১ রানে আউট হন আবদুল্লা। দিনের শেষে পাকিস্তানের স্কোর পাঁচ উইকেটে পাঁচশো তেষট্টি রান। এর আগে ১৬৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এই সিরিজে প্রথম ডবল করেছিলেন আর এক পাক ক্রিকেটার শাকিল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জ্যাক ক্রলি এবং যশস্বী জয়সওয়াল ডবলের কাছাকাছি এসেও ব্যর্থ হয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ক্রলি ১৮৯ রান করেছিলেন। যশস্বী তাঁর অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭১ রান করেছিলেন। তাঁদের দু’জনের কাছেই সুযোগ ছিল দ্বিশতরান করার, কিন্তু সেটা সম্ভব হয়নি।
সিয়ালকোটের বাসিন্দা শাফিক। দেশের হয়ে ডবলের তালিকায় আবদুল্লা ২৪তম। দেশের সপ্তম ওপেনার, যিনি দ্বিশতরান করলেন। পাকিস্তানের হয়ে সব থেকে বেশি দ্বিশতরান রয়েছে ইউনিস খান এবং জাভেদ মিয়াঁদাদের।