নজির হয়তো একেই বলে । নিজের নামে মাঠে শতরান করে ভারতের ঘরোয়া ক্রিকেটে নজির তৈরি করলেন বাংলার ক্রিকেটার অভিমুন্য ইশ্বরন। উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরান এল বাংলার ক্রিকেটারের ব্যাট থেকে। এই নিয়ে টানা পাঁচটি শতরান করলেন তিনি। এদিন শতরান এল উত্তরাখণ্ডে তাঁর নামে তৈরি অভিমুন্য ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ২০০৫ সালে দেরাদুনে একটি জমি কিনেছিলেন অভিমুন্যর বাবা রঙ্গনাথ ইশ্বরন। সেই জমিতেই তৈরি হয়েছিল অভিমুন্য ক্রিকেট অ্যাকাডেমি। আর সেই মাঠে এবার শতরান বাংলার ক্রিকেটারের।
উত্তরাখণ্ডের ক্রিকেটার হলে বাংলার হয়েই রঞ্জি এবং ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন অভিমুন্য। দীর্ঘদিন ধরেই তিনি কলকাতায় রয়েছেন। তাঁর বাংলা আসার আগেই এই জমি কিনেছিলেন রঙ্গনাথ। ছেলের নামেই তৈরি করেছিলেন ক্রিকেট অ্যাকাডেমি। সেই মাঠেই এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন ইশ্বরন। বিজয় হাজারে-সহ এই নিয়ে টানা পাঁচটি ঘরোয়া ম্যাচে শতরান করলেন অভিমুন্য।