আফ্রিকান সাফরিতে ভারতীয় টেস্ট দলে কী জায়গা হবে বাংলার ওপেনার অভিমুন্য ঈশ্বরণের ? চোট পাওয়া রুতুরাজ গাইকোয়াডের বদলি হিসাবে অভিমুন্যকে দক্ষিণ আফ্রিকায় তলব করা হয়েছে। ২৬ তারিখ থেকে সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় স্কোয়াডে যোগ দেবেন ঈশ্বরণ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে চোটের কারণে একে একে সরে দাঁড়াচ্ছেন অনেক ক্রিকেটার। প্রথমে মহম্মদ, তারপর রতুরাজ। ব্যক্তিগত কারণের জন্য দেশে ফিরছেন ইশান কিসান এবং বিরাট কোহলি। ইশানের পরিবর্ত শিখর ভারত। রুতুরাজের বদলি হিসাবে ডাকা হয়েছে অভিমুন্যকে।
এর আগেও ভারতীয় সিনিয়র দলে ডাকা হয়েছিল বাংলার ওপেনারকে। ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের দলে পরিবর্ত হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। এবার সম্ভাবনা রয়েছে টেস্ট অভিষেকের।