বিশ্বকাপের পরই অস্ত্রোপচার আফগানিস্তান ক্রিকেটার রশিদ খানের। লন্ডনে পিঠে অস্ত্রোপচার হয় তাঁর। আশা করা হচ্ছে, T20 বিশ্বকাপের আগে সম্পূর্ণ সেরে উঠবেন রশিদ খান। ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ। সেই লিগে থাকতে পারবেন না রশিদ খান।
শুক্রবার আফগানিস্তান ক্রিকেট বিবৃতি দিয়ে জানিয়েছে, গ্রেট ব্রিটেনের নামকরা চিকিৎসক জেমস আলিবোন রশিদের অস্ত্রোপচার করেছেন। এবার ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিল আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তানের মতো টিমকে হারিয়েছে তাঁরা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানা গিয়েছে, আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে রশিদ খানকে। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন তিনি।